ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থে তিনি কোনো আপস করবেন না, যদিও এর ফলে ব্যক্তিগত বা জাতীয়ভাবে চড়া মূল্য দিতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের পর মোদির এই মন্তব্য আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে অন্যায় বলে নিন্দা জানিয়ে জানায়, দেশের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা ও জীবিকা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।