প্রায় দুই যুগ পর কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আবারও স্বাভাবিক পাঠদানের পরিবেশ ফিরে পেয়েছে। বুধবার যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাট উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতিতে বাধা সৃষ্টি করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ বছর ধরে প্রতি বুধবার বিদ্যালয়ের খেলার মাঠে নিয়মিত গরুর হাট বসত। হাটের দিন তীব্র শব্দ, নোংরা পরিবেশ ও বহিরাগতদের আনাগোনার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারত না এবং সেদিন নামেমাত্র পাঠদান চলত। অভিযানে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এখানে হাট না বসানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, আনোয়ার উদ্দীন ও পি. আব্দুল মজিদ নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গরুর হাটের মূল ইজারাদার জমশেদ আলীকে না পাওয়ায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিদ্যালয় মাঠ দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন।