শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬০ অপরাধীকে আটক করা হয়েছে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও গাজীপুর মহানগর পুলিশ। এ সময় নগদ ৩৯ হাজার ৪০০ টাকাসহ দেশীয় অস্ত্র ও মদ জব্দ করেছে যৌথ বাহিনী। পুলিশ জানিয়েছে, টঙ্গীর তুরাগ নদের পাশে হাজি মাজার বস্তিটিতে বিভিন্ন ধরনের অপরাধীদের আবাস। এই বস্তিটিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।