মালয়েশিয়ার ভারুতে অভিযান চালিয়ে ১১৪ অবৈধ অভিবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। একজন ভারতীয়কেও আটক করে ইমিগ্রেশন পুলিশ। জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। আটক ব্যক্তিদের সবার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে এবং তারা শ্রমিক হিসেবে কাজ করত। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধ করার অভিযোগ রয়েছে, যার মধ্যে বৈধ পাস বা পারমিট ছাড়া দেশে থাকাও অন্তর্ভুক্ত।