শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষণা অনুযায়ী নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এই অবস্থান কর্মসূচি শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েক শত শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, ফেব্রুয়ারি-মার্চ মাসের টানা ১৭ দিনের আন্দোলন চলাকালীন ১১ মার্চ আমাদের ৭ সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানান। শিক্ষা উপদেষ্টা যৌক্তিক দাবি হিসেবে অভিহিত করে দাবি মেনে জুলাইয়ে বেতন ধরার আশ্বাস দিলেও এর অগ্রগতি নেই। তিনি জানান,এমপিওর সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচিসহ কঠিন থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করা হবে।