ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পরপরই রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে । হোয়াইট হাউজকাণ্ডের পর ‘বন্ধুত্ব’ জোরদারে এবার রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। একটি খসড়া তৈরি হয়েছে, এ নিয়ে কথা হবে রাশিয়ার সাথে। এর অন্যতম উদ্দেশ্য মস্কোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ করা। রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। যদি দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়, এতে জ্বালানির দাম কমে যাবে।