গাজায় যুদ্ধবিরতি আলোচনা চালাতে কাতারে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে একই দিনে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। খান ইউনিস, নুসেইরাত ও গাজা সিটিতে আশ্রয়কেন্দ্র ও খাদ্য সহায়তা স্থানে হামলা চালানো হয়। অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ৫৭,৪০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,৩৫,৯৫৭ জনের বেশি।