জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ২২ নভেম্বর চট্টগ্রামের এক সমাবেশে শাহজাহান চৌধুরী প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে আনার আহ্বান জানান, যা প্রশাসনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে সংগঠনটি মন্তব্য করেছে। ২৬ নভেম্বর এক বিবৃতিতে ফোরাম জানায়, এ ধরনের বক্তব্য নব্য স্বৈরাচারী মানসিকতার প্রতিফলন এবং আসন্ন ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহারের ইঙ্গিত বহন করে। সংগঠনটি এই বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ ও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা সব রাজনৈতিক দলকে প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উচিত ভয়ভীতি উপেক্ষা করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।