যুক্তরাষ্ট্র সফররত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনপন্থী সংগঠনগুলো। হোয়াইট হাউসের সামনে তারা বিক্ষোভ করে এবং নেতানিয়াহুর যুদ্ধাপরাধের বিচার দাবি করে ‘ওয়ান্টেড নেতানিয়াহু’, ‘ইসরাইলকে অস্ত্র দিও না’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে। তারা গাজায় ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহারের আহ্বানও জানিয়েছে। নেতানিয়াহু সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পসহ মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন।