বিএনপি নেতা আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্ম নেয়নি। তিনি বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছিল তখনই সেই সংকট থেকে জিয়াউর রহমান জাতিকে উদ্ধার করেছিলেন। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে গত ১৭ বছর মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।