গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের সময় মানবাধিকারের সুরক্ষা বাড়াতে সিআরপিসি আইন সংশোধনের খসড়া তৈরি করেছে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। কমনওয়েলথ চার্টার ইয়ুথ ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে তিনি আরও জানান, দেওয়ানি আইন, লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী আইন এবং বিয়ের ডিজিটাল নিবন্ধন প্রক্রিয়ায় সংস্কার আনা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন সংশোধনেও পরামর্শের ভিত্তিতে ব্যাপক কাজ হয়েছে। এসব পদক্ষেপ কমনওয়েলথের মূল্যবোধ অনুযায়ী আইনের শাসন ও মানব মর্যাদা রক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতিফলন।