Web Analytics

ইরান সরকার বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করে জানিয়েছে, আন্দোলনে অংশ নেওয়া বা সহায়তা করা ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। শনিবার দেশটির অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে সংবিধানের ১৮৬ নম্বর ধারার উদ্ধৃতি দিয়ে এই ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছে’ তাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হবে।

ইরানের আইনের ১৮৬ ধারায় বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতায় জড়িত কোনো সংগঠনকে সহায়তা করলে, এমনকি সরাসরি অস্ত্র না ধরলেও, তাদের ‘মোহরেব’ বা ‘আল্লাহর শত্রু’ হিসেবে গণ্য করা যেতে পারে। প্রায় দুই সপ্তাহ ধরে দেশজুড়ে চলমান সরকারবিরোধী আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

তেহরানের দক্ষিণে কাহরিজাক এলাকা থেকে পাঠানো ফুটেজে একাধিক মৃতদেহ দেখা গেছে বলে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে ডজনখানেক মৃতদেহ ছিল এবং কাছের একটি শিল্প শেডেও আরও মৃতদেহ পাওয়া গেছে। দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা অন্তত চল্লিশটির বেশি মৃতদেহ দেখেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!