রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো (১৬টি) জলকপাট সোমবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খুলে দেওয়া হয়েছে। প্রথমে বাঁধের ৭টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, পরে পর্যায়ক্রমে সব ১৬টি জলকপাটই ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে কাপ্তাই কর্তৃপক্ষ জানায়, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় রাতেই জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পানি ছাড়া হলেও ভাটির বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পানি ছাড়ার আগে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।