Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৩০ জানুয়ারি শুক্রবার ফেনী যাচ্ছেন। ওই দিন সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান।

দলীয় সূত্র জানায়, জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এবং চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি বক্তব্য দেবেন। সভায় ফেনী-১, ফেনী-২ ও ফেনী-৩ আসনের প্রার্থীদের পক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হবে এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকার অনুরোধ করা হবে। জোটের বিভিন্ন পর্যায়ের নেতারাও এতে বক্তব্য রাখবেন।

এই সফরকে ঘিরে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি চলছে। ডা. শফিকুর রহমান সর্বশেষ গত বছরের ৩ ফেব্রুয়ারি ফেনী সফর করেছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!