কল্যাণপুরের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজিয়ে নয়জন ইসলামী মনোভাবাপন্ন সরকার বিরোধী যুবককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় সাবেক আইজিপি একেএম শহীদুল হকস, ডিএমপি সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২৪ মার্চ তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে।