তাবলিগ জামায়াতের সাদ ও জুবায়ের গ্রুপের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে সাত সদস্যের কমিটি গঠন করছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত এ কমিটিতে উভয় গ্রুপের দুজন করে প্রতিনিধি থাকবেন। সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে উভয় পক্ষের নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই কমিটির মূল লক্ষ্য। কমিটি দ্বন্দ্ব নিরসন ও দলীয় ঐক্য রক্ষায় কাজ করবে।