Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ঘোষণা করেছেন যে, জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোটের শরিক হলেও তিনি আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন না। ২০২৬ সালের ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

রাশেদ প্রধান তার পোস্টে বলেন, ঐক্যের বৃহত্তর স্বার্থে তিনি এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন তারা একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ বা শব্দ ব্যবহার থেকে বিরত থাকেন। তিনি আরও জানান, গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন।

তিনি তার সমর্থকদের মন খারাপ না করার অনুরোধ জানিয়ে বলেন, ব্যক্তিগত অংশগ্রহণের চেয়ে পারস্পরিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে এই ঐক্যের প্রচেষ্টা সফল হোক বলে তিনি প্রার্থনা করেন।

Card image

Related Memes

logo
No data found yet!