কাবুলে এক হাজারের বেশি আফগান উলামার যৌথ ধর্মীয় ঘোষণাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান, যেখানে সীমান্তের বাইরে সামরিক অভিযানকে বিদ্রোহ হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ইসলামাবাদ বলেছে, এই প্রতিশ্রুতি কার্যকর হবে কেবল তখনই, যখন তালেবান নেতৃত্ব লিখিতভাবে নিশ্চয়তা দেবে যে আফগান মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির অন্দরাবি জানান, পাকিস্তান বহুবার এই লিখিত নিশ্চয়তা চেয়েছে, কিন্তু এখনও তা পায়নি।
ঘোষণাটি নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য উগ্র গোষ্ঠীর উদ্দেশ্যে বার্তা হিসেবে দেখা হচ্ছে। অন্দরাবি বলেন, অতীতে তালেবানের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হয়নি, তাই ইসলামাবাদ এখন সতর্কভাবে পরিস্থিতি মূল্যায়ন করছে। সাম্প্রতিক সীমান্ত হামলার পর পাকিস্তানের হতাশা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।
এদিকে, মানবিক সহায়তা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পাকিস্তান সীমান্ত খুলে সহায়তা পাঠানোর ঘোষণা দিলেও তালেবান প্রশাসন তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক সূত্র বলছে, উলামাদের এই ঘোষণা আফগান সমাজে সন্ত্রাসবিরোধী ধর্মীয় চাপের ইঙ্গিত দিলেও এর বাস্তব প্রভাব এখনো অনিশ্চিত।