একটি রিট মামলায় দেওয়া রায় বাতিলের দাবিতে রোববার হাইকোর্টের সামনে মানববন্ধন ডেকেছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা।একই দিন সারা দেশে পলিটেকনিকগুলোতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করার ঘোষণা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’। জোবায়ের পাটোয়ারী বলেন, 'আমাদের প্রথম দাবি ছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়ে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের সমস্যার যে সমাধান সেটি আমরা এখনো দেখতে পাইনি। আমরা চাই রায়টি সম্পূর্ণ নিষ্পত্তি করা হোক। এখন স্থগিত আছে। মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ৬ দফা দাবি বাস্তবায়নের রূপরেখার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সরকার কারিগরি শিক্ষক তথা ক্রাফট ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। আশা করি বাস্তবায়ন হবে।