ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা বাতিল করেছে। বুধবার বিচারক মোহাম্মদ সাইদুর রহমান এই আদেশ দেন। খালাসপ্রাপ্ত অন্য দুইজন হলেন বাংলাদেশ প্রতিদিনের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীর। আদালত জানায়, অভিযোগের ধারাগুলো সাইবার সুরক্ষা অধ্যাদেশে অন্তর্ভুক্ত না থাকায় মামলাটি বাতিল করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী এনামুল হক জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩৫ ধারাগুলো ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে। ২০২৫ সালের ২২ অক্টোবর প্রকাশিত গেজেটে বলা হয়, এসব ধারায় বিচারাধীন কোনো মামলা চলবে না। এই প্রেক্ষিতে আদালত আসামিদের খালাসের আদেশ দেন।
ব্যারিস্টার এম সারোয়ার হোসেন ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নঈম নিজামসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সিআইডি তদন্ত শেষে ২০২৪ সালের নভেম্বর তিনজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দেয়। তবে ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ে মামলাটি চূড়ান্তভাবে বাতিল হলো।