লেখক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে দক্ষিণপন্থিদের প্রভাব বেড়েছে এবং বামপন্থিরা কার্যত অনুপস্থিত। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে শ্রেণিশাসনের কোনো পরিবর্তন আসেনি এবং বর্তমান রাজনীতিতে শ্রমিক-কৃষকের দাবিও উঠে আসছে না। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এ পরিস্থিতিতে বিএনপিকেই সবচেয়ে প্রগতিশীল মনে হচ্ছে। উমরের মতে, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের আশা ছিল বাম শক্তির উত্থান, কিন্তু বাস্তবে তারা অনুপস্থিত। এখনকার রাজনৈতিক শক্তিতে ধর্মীয় ও দক্ষিণপন্থি প্রভাব প্রবল।