Web Analytics

প্রধান উপদেষ্টার প্রেস উইংস ফ্যাক্টস জানিয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিরোধকে ‘সংখ্যালঘু নির্যাতন’ হিসেবে প্রচারের অপচেষ্টা শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয় যে ‘তৌহিদি জনতা’ এক হিন্দু বৃদ্ধার মরদেহ সৎকারে বাধা দিয়েছে।

তথ্য যাচাইয়ে দেখা গেছে, ঘটনাটির সঙ্গে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নেই। শ্মশানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চাবি দিতে দেরি করায় মৃত নারীর স্বজনরা বিক্ষোভ করেন। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে চাবির ব্যবস্থা করা হয় এবং একই দিনে সৎকার সম্পন্ন হয়। ঘোষগাতি গ্রামের বাবলু ভৌমিক জানান, পরিবারটি পুরোনো নাম ব্যবহার করে মাইকিং করায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল।

প্রেস উইংস ফ্যাক্টস সতর্ক করেছে যে, এই ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যদিও এটি সম্পূর্ণভাবে একটি অভ্যন্তরীণ বিষয়।

Card image

Related Memes

logo
No data found yet!