অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিদেশ থেকে মোবাইল ফোন আনা নিয়ে প্রবাসীদের মধ্যে তৈরি বিভ্রান্তি দূর করেছেন। ৮ ডিসেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি জানান, প্রবাসী কর্মীরা এখন নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে দুইটি নতুন সেট আনতে পারবেন ট্যাক্স ছাড়াই, যা আগে ছিল একটি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যাগেজ রুল পরিবর্তন করে এই সুবিধা দিয়েছে, তবে এটি শুধুমাত্র বিএমইটি নিবন্ধিত প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব—সরকার প্রবাসীদের ওপর নতুন কর বা ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে—এমন দাবিকে মিথ্যা বলে উল্লেখ করেন। আসিফ নজরুল জানান, ১৬ ডিসেম্বর থেকে দেশে যে কেউ নতুন ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে, যা দেশের সব নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য।
প্রবাসীদের উদ্দেশে তিনি গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মিথ্যা প্রচার ইসলাম ধর্মে গুরুতর অপরাধ। তিনি আশ্বাস দেন, প্রবাসীদের অন্যান্য প্রশ্নের উত্তরও শিগগিরই জানানো হবে।