দুদক এক বিজ্ঞপ্তিতে বলেছে, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ যাচাই-বাছাই ছাড়াই ফেসবুকে দুদকের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন।’ প্রতারণার বিষয়ে দুদক জানিয়েছে, 'একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছে। যার সঙ্গে দুদকের কর্মকর্তাদের কোন সম্পর্ক নেই। দুদক ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেফতারও করা হয়েছে।’ আরো জানায়, ‘ইতোপূর্বে দুদক প্রতারণা রোধে সবাইকে সতর্ক করে আসছে। এরূপ প্রতারণার শিকার হয়ে দুদককে দোষারোপ করলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে দুদকের পরিচয়ে অর্থ চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা দুদকের কাছে অভিযোগ করতে বলা হয়।