ভারতের সবচেয়ে তরুণ ও দরিদ্র রাজ্য বিহারে তীব্র যুব অসন্তোষ এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। বেকারত্ব, শিক্ষার দুরবস্থা, নিয়োগ পরীক্ষার অনিয়ম এবং চাকরির সন্ধানে ব্যাপক হারে তরুণদের রাজ্যত্যাগ—এসব মিলেই ক্ষোভ বেড়েছে। প্রশ্নফাঁসের কারণে সুযোগ হারানো আজয় কুমারের মতো বহু পরীক্ষার্থী মাসব্যাপী বিক্ষোভে অংশ নিয়ে ন্যায্য নিয়োগের দাবি তুলেছেন। বিহারের ৪০ শতাংশ নাগরিক ১৮ বছরের নিচে এবং প্রায় এক চতুর্থাংশ ১৮–২৯ বছর বয়সী—যারা এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নেতৃত্বাধীন এনডিএর প্রতিদ্বন্দ্বী হলো তরুণ নেতা তেজস্বী যাদবের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট। দুই পক্ষই বিপুল চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নির্বাচন ফলাফল জানাবে—তরুণরা কি এখনো মোদীর উপর আস্থা রাখে, নাকি ক্ষোভ তাদেরকে তরুণ নেতৃত্বের দিকে ঠেলে দেবে। ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।