গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হলো। এ সময় নতুন করে ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৯৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃতদের একজন ঢাকায় এবং অন্যজন চট্টগ্রাম বিভাগে ছিলেন। চলতি জুলাই মাসে ১২ জনের মৃত্যু হয়েছে, আর জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ এবং মে মাসে ৩ জন মারা গেছেন।