ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের ঢাকায় অনুষ্ঠিতব্য কনসার্টটি নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন জানিয়েছে, দর্শক, স্পনসর ও অংশীদারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় তারা অনুষ্ঠানটি আপাতত স্থগিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। টিকিটের মূল্য ফেরতের বিষয়ে শিগগিরই নীতিমালা প্রকাশ করা হবে। এর আগে নভেম্বর মাসে নগরবাউল জেমস ও পাকিস্তানের আলি আজমতকে নিয়ে ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টও অনুমতির অভাবে বাতিল হয়। শীত মৌসুমে ঢাকায় আরও কয়েকটি আন্তর্জাতিক কনসার্টের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা ইস্যুতে সেগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।