যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত ও অযাচিত স্পর্শের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ২৪ নভেম্বর সন্ধ্যায় আমবটতলা বাজারে ইলেকট্রনিক্স দোকানি মোনায়েম হোসেনের বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে। ঘটনাটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা দোকানে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে গ্রামবাসীরাও যুক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই সাংবাদিকসহ প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোনায়েমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন ও চিকিৎসা সহায়তার আশ্বাস দেন। বর্তমানে ক্যাম্পাসে শান্ত পরিবেশ বিরাজ করছে, তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিয়েছে।