Web Analytics

অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, যখন নিজের ভাইদের দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচে বেশি হতাশ লাগে। ১৯ জানুয়ারি এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, আওয়ামী আমলে লীগের সঙ্গে অন্য পক্ষের মারামারি হলে পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে লীগের সঙ্গে থাকতো। ফলত দ্রুত রণভঙ্গ হতো। এখন পুলিশ প্রশাসন বিভক্ত, মারমুখী সংখ্যা নগণ্য, এখন যদি ছাত্রদল -ছাত্রশিবির মুখোমুখি হয়, কোনো পক্ষই পিছিয়ে আসবে না। এতে স্মরণকালের সর্বোচ্চ লাশও দেখতে হতে পারে। তিনি আরো বলেন, যেই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমার ভাই; ৬ মাস আগেও একসাথে টিয়ারগ্যাস রাবারবুলেট খেয়েছি। তিনি এই সময়ে বলেন, ছাত্রদল-শিবির নিজেদের প্যাডে যেভাবে একে অপরের নাম নিয়ে দায় আরোপ ও হুমকি দিচ্ছে এটা ভবিষ্যৎ খারাপের ইঙ্গিত দিচ্ছে!

Card image

Related Threads

logo
No data found yet!

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।