Web Analytics

‘আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫’এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম বলেন, রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে। আরও বলেন, আমার কাছে বড়জোড় শর্ট গান থাকবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা সবার তাই না। যেখানে ঝুঁকি থাকে বা রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওইসব বিদ্রোহী থাকেন, ওইসব জায়গায় অবশ্য এগুলো মানা খুব কঠিন হয়। নরমালি আমাদের ল’ ইন অর্ডার মানতে গিয়ে যেনো ‘ননলিথাল ওয়েপন’ থাকে। আসলে সেটাই সারা বিশ্বে গ্রহণযোগ্য।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!