পবিত্র ঈদুল ফিতরের আনন্দে দর্শনার্থীদের জন্য কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে কুমিল্লার ময়নামতি যাদুঘর, শালবন বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থী বরণে প্রস্তুতি নিতে দেখা গেছে। শালবন বৌদ্ধ বিহার, ময়নামতি জাদুঘর, বৌদ্ধ বিহার ছাড়াও পাশের রূপবানমুড়া, কোটিলা মুড়া, রাজেশপুর ইকোপার্ক ও কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু ওয়াটার পার্ক, লালমাই ল্যাকল্যান্ড পার্কসহ বাণিজ্যিক পার্কগুলোতে মানুষের ভিড় জমে। ময়নামতি যাদুঘরের কাস্টডিয়ান মো. শাহিন আলম বলেন, অন্যান্য ঈদের মতো এবারও কুমিল্লার বিনোদন কেন্দ্রগুলোতে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছি।