Web Analytics

কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামীলীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলো, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা জমি দখল করছে। চাঁদাবাজি করছে। পিআর ও সংস্কার না বোঝার অভিযোগ এনে নাসির বলেন, কক্সবাজারবাসী রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে নাহিদ ইসলাম জানান, জুলাই মাসেই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে, নয়তো ৩ আগস্ট শহীদ মিনারে জমায়েত হবে। তিনি গডফাদারতন্ত্রসহ মাফিয়া ও পরিবারতন্ত্রের অবসান চান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!