Web Analytics

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর সুবিধাভোগী বিনোদন জগতের তারকাদের অনেকেই বেশ বিপাকে পড়েন। 'মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, সিনেমা করার জন্য অনুশোচনার মতো কিছুই নেই। মুজিব সিনেমার জন্য ২০১৯ থেকে ২০২৩ সাল— এই ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোনো রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। নুসরাত আরো বলেন, 'একটি দেশের সরকারি পর্যায় থেকে কোনো কাজের প্রস্তাব এলে তা নিজের অত পছন্দ না হলেও মানা করা যায় না।' অভ্যুত্থানের সময় কানাডায় ছিলেন জানিয়ে বলেন, ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে, তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি।

Card image

Related Rumors

logo
No data found yet!