Web Analytics

নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি, যিনি শহরের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিলেন। পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার করা ২০০ বছরের পুরনো কোরআনের কপি ব্যবহার করেন। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

মামদানির শপথ গ্রহণ নিউইয়র্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং বহু প্রজন্মের মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়র। শপথের পর তিনি বলেন, এটি তাঁর জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য। পরে স্থানীয় সময় দুপুর ১টায় সিটি হলে আরও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্সের মাধ্যমে তিনি আবার শপথ নেবেন।

যুক্তরাষ্ট্রের ‘সোনালী যুগে’ নির্মিত সাবওয়ে স্টেশনটি নতুন যুগের সূচনার প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়। মামদানি বলেন, এই স্থানটি শহরের সেই উচ্চাকাঙ্ক্ষার প্রতীক যা একসময় শ্রমজীবী মানুষের জীবন বদলে দিয়েছিল। তিনি গত ৪ নভেম্বর অ্যান্ড্রিও কুওমো ও কার্টিস স্লিওয়াকে বিপুল ভোটে পরাজিত করে নির্বাচিত হন।

Card image

Related Rumors

logo
No data found yet!