Web Analytics

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ নেগেভ মরুভূমির কেৎজিয়েত কারাগারে পাঠিয়েছে। শহিদুলের প্রতিষ্ঠান দৃকের বরাতে জানা গেছে, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ও আদালাহ–দ্য লিগ্যাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইল জানিয়েছে যে, ফ্লোটিলার সব সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবাধিকারকর্মী ও জাহাজের ক্রুদের আশদদ বন্দরে নিয়ে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা জানিয়েছেন, জাহাজ দখলের সময় ইসরাইলি বাহিনীর সহিংসতার শিকার হয়েছেন তারা। দৃক জানায়, কেৎজিয়েত কারাগারে ইতিমধ্যেই প্রায় ১০,০০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। দৃক সব ফ্লোটিলা কর্মী ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির দাবি জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি সংহতি প্রকাশ করেছে।

10 Oct 25 1NOJOR.COM

বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলমকে গাজাগামী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ অভিযানে আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ নেগেভ মরুভূমির কেৎজিয়েত কারাগারে পাঠিয়েছে

Person of Interest

logo
No data found yet!