Web Analytics

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জিউসেপ্পে পেরোনকে কূটনৈতিক প্রোটোকল ভঙ্গের অভিযোগে তলব করেছেন। প্রেসিডেন্টের দপ্তর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগের বিস্তারিত জানানো হয়নি। ঘটনাটি ঘটে পেরোনের তিউনিসিয়ার প্রধান শ্রমিক সংগঠন ইউজিটিটির নেতা নুরেদ্দিন তাবুবির সঙ্গে সাক্ষাতের পর। ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন, পেরোন ইউজিটিটির ভূমিকার প্রশংসা করেছেন, আর তাবুবি তিউনিসিয়া-ইইউ সহযোগিতা জোরদারের আহ্বান জানান। ইউজিটিটি ২০১৫ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ‘ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট’-এর অংশ এবং প্রেসিডেন্ট সাইদের অন্যতম সমালোচক হিসেবে সক্রিয়। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর সাইদ তার বহু সমালোচককে কারাগারে পাঠিয়েছেন। এই ঘটনাকে তিউনিসিয়া ও ইইউর মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।