Web Analytics

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান এ জেড এম এনায়েতুল্লাহ খানকে উদ্বৃত করে জানান, শেখ মুজিব ছিলেন দক্ষ নট। অভিনয়ের চাতুর্যে প্রতিটি নাটকীয় মুহূর্তে দর্শকবৃন্দের তুমুল করতালি কুড়িয়েছেন, বাগ্মিতার সম্মোহন ও বিভ্রমের মায়াজাল রচনা করেছেন। স্বাধীনতার মহানায়কের শিরোপা পরিধান করেছেন। কিন্তু বারবার ষড়যন্ত্রের ঋণ শুধতে গিয়ে বাংলার মুক্তিকামী মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। তার তিন বছরের দু:শাসন সহস্র জননীর বুক ভেঙ্গে দিয়েছে, দেশীয় সম্পদ পাচারের নয়া ইতিহাস রচনা করেছে, মনন ও সংস্কৃতিকে হত্যা করেছে এবং সর্বোপরি সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে। অর্থনীতির আর কানাকড়িও অবশিষ্ট ছিল না। সে আমার চোখে গ্রীক ট্রাজেডীর করুণ চরিত্র - শ্রেণী চেতনার সংকীর্ণ, ঈর্ষায় বিদ্বিষ্ট, ভালোবাসায় অকৃত্রিম কিন্তু দূর্বলতায় আকীর্ণ একজন নশ্বর মানুষ। ক্ষমতার অঙ্গনে তার সদম্ভ পদচারণা কখনো করুণার সৃষ্টি করেছে, সত্য ভাষণে তিনি ভ্রূকুটি করেছেন, প্রতিবাদীকে রোষানলে ভস্ম করতে চেয়েছেন। দেশকে ভালোবাসতে গিয়েও দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। জীবন দিয়ে তাকে সেই মূল্য শোধ করতে হয়েছে।’

16 Aug 25 1NOJOR.COM

শেখ মুজিবের তিন বছরের দু:শাসন সহস্র জননীর বুক ভেঙ্গে দিয়েছে, দেশীয় সম্পদ পাচারের নয়া ইতিহাস রচনা করেছে, মনন ও সংস্কৃতিকে হত্যা করেছে এবং সর্বোপরি সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে: এনায়েতুল্লাহ

Person of Interest

logo
No data found yet!