Web Analytics

ওমান প্রবাসী বাহার উদ্দীন তিন বছর পর দেশে ফিরছিলেন। স্বাগত জানিয়ে তাকে নিয়ে পরিবারের ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে ওসি জানান, মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায়। কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রবাসী বাহার উদ্দীনের বাবা আব্দুর রহীম বলেন, ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা একাধিকবার অনুরোধ করেছিলাম—গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। কিন্তু সে বলেছিল সমস্যা নেই, চালাতে পারবে। পথেও কয়েকবার এমন হয়েছে যে সে ঘুমিয়ে পড়ছিল, আবার ঝটকা দিয়ে জেগে উঠছিল। বাংলাবাজার আসার পর হঠাৎ সে ঘুমে তলিয়ে গিয়ে গাড়ি খালে ফেলে দেয়!

06 Aug 25 1NOJOR.COM

ওমান প্রবাসীকে নিয়ে নোয়াখালী ফিরছিল পরিবার, বারবার সতর্ক করার পরও ড্রাইভারের ঘুমের ঘোরে খালে পড়ে গাড়ি, নিহত ৭!

Person of Interest

logo
No data found yet!