Web Analytics

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ বুধবার ১১তম দিনে প্রবেশ করেছে। দেশটির বিভিন্ন প্রদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যার মধ্যে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে সহিংসতায় দুই নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অন্তত ৩০ জন আহত হন। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন না চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

ইরানের বার্তা সংস্থা ফার্স জানায়, প্রায় ৩০০ দোকানদার দোকান বন্ধ করে লর্ডেগানের খারদুনপাড়া ও শিরোনি সেতুর কাছে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা গভর্নরের কার্যালয়সহ কয়েকটি প্রশাসনিক ভবন ভাঙচুর করে। উত্তর খোরাসানের বোজনর্ডে একটি দোকানে আগুন লাগানো হয়। রাজধানী তেহরানের শেমিরান ও পশ্চিম ইরানের আলিগুদারজেও সরকারবিরোধী স্লোগানসহ বিক্ষোভ হয়। এএফপি জানায়, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, ২৮ ডিসেম্বর তেহরানে দোকানদারদের ধর্মঘট দিয়ে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ২৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

08 Jan 26 1NOJOR.COM

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি নিয়ে ইরানে ২৫ প্রদেশে বিক্ষোভ, ধৈর্যের আহ্বান প্রেসিডেন্টের

Person of Interest

logo
No data found yet!