Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্দেশ্য করে বলেন, আপনার মন চাইলো অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি লেখেন, লেখেন, ছাত্রসমাজ দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করে। কিন্তু যখন অযোগ্য কাউকে ধরে এনে নেতৃত্বে বসানো হয়, তখন তার কাছ থেকে দায়িত্বশীলতা আশা করাটাই বোকামি। আপনি জবিতে এসে তা প্রমাণ করেছেন। এই সময় শিবির নেতা রাকিবকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। সবশেষে বলেন, নিজের দল ও আদর্শ নিয়ে কিছু বলার সামর্থ্য না থাকলে, করার সামর্থ্য না থাকলে, অন্তত চুপ থাকুন।

27 Jun 25 1NOJOR.COM

আপনার মন চাইলো অমনি আমাকে ‘ছাত্রলীগ’ বলে দিলেন? এতটা নিম্নপর্যায়ে কীভাবে নামা যায়? তা আমার জানা নেই। আপনার এই দাবী ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর: ছাত্রদল সভাপতিকে জবি শিবির সভাপতি

Person of Interest

logo
No data found yet!