Web Analytics

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীরে দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণাতীর্থে গঙ্গাস্নান ও বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে। পঞ্জিকামতে বুধবার রাত ১১টা ১ মিনিট ৫৩ সেকেন্ড থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২৪ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে পণাতীর্থে গঙ্গাস্নান ও প্রয়াত পূর্ব পুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ করা হচ্ছে। এতে লাখো ভক্তের সমাগম হয়েছে এবং গ্রামীণ মেলা বসেছে। একই সময়ে প্রতিবছর যাদুকাটার তীরের পার্শ্ববর্তী এলাকায় লৌকিক পীর খ্যাত সাধক শাহ আরেফিনের মাজারেও তিন দিনব্যাপী ওরস হয়, বসে মেলা। কিন্তু এবার সেই ওরস ও মেলা হচ্ছে না। একই এলাকায় দুই ধর্মের লোকজনের মিলনমেলা উৎসবে পরিণত হত। তাই অন্য বছরের চেয়ে ভক্তসমাগক কিছু কম হয়েছে।

28 Mar 25 1NOJOR.COM

সুনামগঞ্জের পণাতীর্থ গঙ্গাস্নান লাখো মানুষের উপস্থিতি

Person of Interest

logo
No data found yet!