Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, “গত তিনটি নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাটকীয় নির্বাচন। এসব নির্বাচনের সময়কার সব নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক- বিচার হবে আইনের মাধ্যমেই, ‘মব জাস্টিসের’ মাধ্যমে নয়। মব জাস্টিস সমর্থনযোগ্য নয়।” তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং ‘মব জাস্টিসের’ মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা। আরো বলেন, দলের কেউ মব বিশৃঙ্খলায় জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।‌ সেই সাথে প্রশ্ন করেন, আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্তার শিকার হন! এই সময় ডেঙ্গু ও করোনার প্রকোপ বাড়লেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তুলে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রিজভী।

24 Jun 25 1NOJOR.COM

অপরাধী যত বড়ই হোক- ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার বিচার সমর্থনযোগ্য নয়, বিচার হবে আইনের মাধ্যমেই: রিজভী

Person of Interest

logo
No data found yet!