Web Analytics

ক্যাথলিকদের জন্য এক স্বামী বা এক স্ত্রীই যথেষ্ট বলে নতুন নির্দেশনা দিয়েছে ভ্যাটিকান, যেখানে একবিবাহকেই সুখী ও বিশ্বস্ত জীবনের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। পোপ লিওর অনুমোদনে প্রকাশিত এই নির্দেশনায় চার্চের সর্বোচ্চ তাত্ত্বিক দপ্তর বিশ্বজুড়ে ১৪০ কোটি অনুসারীকে একজন জীবনসঙ্গীর প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। আফ্রিকায় বহুবিবাহের প্রচলনের সমালোচনা করে ভ্যাটিকান বলেছে, বিয়ে এক পুরুষ ও এক নারীর আজীবন সম্পর্কের প্রতিশ্রুতি। নির্দেশনায় সমলিঙ্গের বিয়ে নিয়ে কিছু বলা হয়নি, তবে প্রথাগত বিবাহের সৌন্দর্য ও পবিত্রতার ওপর জোর দেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের ভ্যাটিকান সম্মেলনগুলোতে এই বিষয়ে তীব্র বিতর্ক হয়, বিশেষ করে আফ্রিকায় বহুবিবাহের সাংস্কৃতিক প্রভাব নিয়ে। চার্চ পুনর্ব্যক্ত করেছে, বিবাহবিচ্ছেদ স্বীকৃত নয়, তবে বিয়ে বাতিলের সুযোগ আছে এবং কেউ যেন নিপীড়নমূলক সম্পর্কে না থাকে।

26 Nov 25 1NOJOR.COM

ভ্যাটিকান একবিবাহকে ক্যাথলিক বিবাহের মূল নীতি ঘোষণা করে বহুবিবাহের বিরোধিতা করেছে

Person of Interest

logo
No data found yet!