Web Analytics

শ‌নিবার বেলা ১১টায় গাজীপু‌রের টঙ্গী‌তে তুরাগ ন‌দের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিআরটি ফ্লাইওভার অবরোধ করে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এতে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। পরে দুপুর ১২টায় অবরোধ তুলে নেয় তারা। এতে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা ব‌লেন, প্রা‌চীনকাল থে‌কে টঙ্গী বাজার বাংলা‌দে‌শের একটা ঐতিহ‌্যবা‌হী ব‌্যবসা কেন্দ্র। বেইলি ব্রিজ না থাকার কার‌ণে ব‌্যবসায়ীরা ক্ষ‌তিগ্রস্থ হ‌চ্ছে, সরকার রাজস্ব হারাচ্ছে। জনসাধা‌রণের চলাচলে বিঘ্ন ঘটছে।

Card image

Person of Interest

logo
No data found yet!