Web Analytics

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, সরকারি বিভিন্ন চাল কয়েকজন ব্যবসায়ী কিনে দুটি গোডাউনে মজুত করে রেখেছে- এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার নওগাঁর কুতকুতিতলা এলাকায় একটি মার্কেটে মোবাইল কোর্টের অভিযান পরিচলনা করি। অভিযানে দুই গোডাউন থেকে ৫০ কেজির ৪৫৩ বস্তা ও ৩০ কেজির ২২২ বস্তাসহ মোট ২৯ টন ৩১০ কেজি সরকারি চাল পাওয়া গেছে। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তাও পাওয়া গেছে। অভিযানের সময় চাল ব্যবসায়ী জাহাঙ্গীর বাবুসহ সবাই পলাতক ছিলেন।

26 Apr 25 1NOJOR.COM

সরকারি চাল কিনে গোডাউনে মজুত, ২৯ টন জব্দ

Person of Interest

logo
No data found yet!