বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, বিদেশী এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি। তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল। আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে, দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। ইশরাক বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না। তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবে না এটা হবেনা। আরও বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে।
বিদেশী এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন: ইশরাক