Web Analytics

দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে ব্যাপক আটক অভিযান চালিয়ে বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। সোমবার স্থানীয় গণমাধ্যমের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন সাংবাদিক ও এক কিশোরও রয়েছে। বেথলেহেমের উত্তরে আইদা শরণার্থী শিবির থেকে ২৫ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। সাংবাদিক এনাস ইখলাভিকে হেবরনের পশ্চিমে ইধনা শহরে তার বাসা থেকে তুলে নেওয়া হয়। তুলকারমের কাছে নুর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ১৫ বছর বয়সী ইয়াজান আল-আলৌলকেও আটক করা হয়েছে। কালকিলিয়া, রামাল্লাহ ও তুবাসেও গ্রেপ্তার অভিযান হয়েছে।

বাসিন্দারা এসব অভিযানকে ব্যাপক বাড়ি তল্লাশি ও ভয় দেখানোর কৌশল হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিন রাতেই পশ্চিম তীরে অভিযান চালায় এবং প্রতিবারই ফিলিস্তিনিদের আটক করে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব অভিযান ও গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

গত দুই বছরে পশ্চিম তীরে ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে প্রায় ৯,২৫০ জন ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে রয়েছে, যাদের মধ্যে ৩৫০ শিশু ও প্রায় ৫০ নারী। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বন্দিদের অনেককে অভিযোগ বা বিচার ছাড়াই আটক রেখে নির্যাতন, অনাহার, চিকিৎসা বঞ্চনা ও একাকী কারাবাসে রাখা হচ্ছে।

05 Jan 26 1NOJOR.COM

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে সাংবাদিকসহ বহু ফিলিস্তিনি আটক

Person of Interest

logo
No data found yet!