Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে চোখ হারান খোকন চন্দ্র বমর্ণ। পাশাপাশি তার মুখ ও নাক নষ্ট হয়ে চেহারা বিকৃত হয়ে গেছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন খোকন চন্দ্র বর্মণ। তিনি একটি নাম বলেন, ‘কাউয়া কাদের’। তাকে একাধিকবার প্রসিকিউশন থেকে জিজ্ঞেস করা হয় ওবায়দুল কাদের কি না। তিনি ক্ষোভ প্রকাশ করে ছয়-সাত বার বলেন ‘কাউয়া কাদের’। আদালতে খোকন বলেন, ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ী থানার সামনে পুলিশ গুলি করে আমার বাম চোখ, নাখ ও মুখ নষ্ট করেছে। হাজার হাজার মানুষকে মারা হয়েছে। আমার চোখের সামনে অনেককে গুলি করা হয়েছে। আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন। উল্লেখ্য, মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকার রাশিয়ায় পাঠায় খোকন চন্দ্রকে। গত ২২ এপ্রিল রাশিয়ার একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মণের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

03 Aug 25 1NOJOR.COM

আমাকে আহত করাসহ হাজার হাজার মানুষ হত্যার জন্য দায়ী শেখ হাসিনা, কাউয়া কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমান ও আব্দুল্লাহ আল মামুন: খোকন চন্দ্র বর্মণ

Person of Interest

logo
No data found yet!