Web Analytics

একজন সাবেক বিশ্ববিদ্যালয় গবেষকের বিশ্লেষণধর্মী প্রবন্ধে বলা হয়েছে, ডিজিটাল যুগে গণতন্ত্র ও গণমাধ্যমের সম্পর্ক এক গভীর সংকটে পৌঁছেছে। লেখকের মতে, আধুনিক গণমাধ্যমের অবকাঠামো—সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন ও অ্যালগরিদম—এখন কয়েকটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির নিয়ন্ত্রণে, ফলে নৈতিক ও নাগরিক ক্ষমতার জায়গায় এসেছে টেকনো-প্লুটোক্রেটিক করপোরেট প্রভাব। এই ক্ষমতার কেন্দ্রীভবন গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ—স্বাধীন মতপ্রকাশ, তথ্যপ্রবাহ ও জনসম্মতির ভিত্তি—কে দুর্বল করছে।

প্রবন্ধে প্রাচীন এথেন্স থেকে শুরু করে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত গণমাধ্যমের বিবর্তন তুলে ধরা হয়েছে। অ্যারিস্টটল, মিল, চমস্কি ও হাবারমাসের চিন্তাধারার আলোকে লেখক দেখিয়েছেন, তথ্যপ্রবাহই গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু আজ করপোরেট মালিকানা, অ্যালগরিদমিক নিয়ন্ত্রণ ও ভুয়া তথ্যের বিস্তার নাগরিক আলোচনাকে সংকুচিত করছে। লেখকের মতে, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এখন কেবল সাংবাদিকতার কাজ নয়, এটি মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

Card image

Person of Interest

logo
No data found yet!