Web Analytics

পেরুর মধ্যাঞ্চলের উকায়ালি অঞ্চলের ইপারিয়া নদী বন্দরে ভূমিধসের ফলে দুটি নৌকা ডুবে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৪০ থেকে ৫০ জন এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাটি আমাজন জঙ্গল এলাকায় ঘটে, যখন হঠাৎ ভূমিধসের কারণে নোঙর করা নৌকাগুলো নদীতে তলিয়ে যায়। নৌবাহিনীর ক্যাপ্টেন জোনাথন নভোয়া জানিয়েছেন, এখন পর্যন্ত নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তৎপরতা চলছে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, নদীতে লাগেজ ও মালামাল ভেসে যাচ্ছে এবং হতবিহ্বল মানুষজন নদীর তীরে দৌড়াচ্ছে। কর্তৃপক্ষ নৌকাগুলোতে কতজন যাত্রী ছিলেন তা নির্ধারণের চেষ্টা করছে।

02 Dec 25 1NOJOR.COM

পেরুর উকায়ালিতে ভূমিধসে দুটি নৌকা ডুবে ১২ জন নিহত ও বহু নিখোঁজ

Person of Interest

logo
No data found yet!